বল হাতে নিয়েছেন মোস্তাফিজ

বল হাতে নিয়েছেন মোস্তাফিজ

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা মোস্তাফিজুর রহমান বল হাতে নিয়েছেন। রোববার মিরপুরের একাডেমি মাঠের নেটে ৫০ শতাংশ ইনটেনসিটিতে চার ওভার বোলিং করেছেন এ বাঁহাতি পেসার।

ধীরে ধীরে মোস্তাফিজ আগের ছন্দ ফিরে পাবেন বলে আশাবাদী বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ফিজিও বায়েজিদুল ইসলাম খান।

গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাটার মাস্টারের কাঁধে অস্ত্রোপচার করেন বিখ্যাত অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। এরপর ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলতে পারেননি মোস্তাফিজ। তবে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্পের দলে রাখা হয়েছে তাকে।

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজেই হয়তো আবার বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়াবেন মোস্তাফিজ।