আবারও ইনজুরিতে মেসি

আবারও ইনজুরিতে মেসি

শেয়ার করুন

lionel-messi-barcelona-atletico-madrid-la-liga_1sbyhigkv68v118via9kf8i5au

স্পোর্টস ডেস্ক

ইনজুরি যেন পিছু ছাড়ছে না মেসিকে। আবারও ইনজুরিতে পড়েছেন বার্সা তারকা। বুধবার স্প্যানিশ লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচে পুরনো কুঁচকির চোটে মাঠ ছাড়তে হয় তাকে।

সম্প্রতি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে পারেননি তিনি। চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামেন এমএলটেন।

lionel-messi-barcelona-atletico-madrid-la-liga_mk259i06csjf17lfjwx9c29tyতবে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো ইনজুরির দেখা পেয়ে গেলেন দুই ম্যাচ পরই। পুরনো সেই কুঁচকির চোটের কারণে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে পেরেছেন ৫৭ মিনিট পর্যন্ত। এসময় বার্সা কোচ লুইস এনরিক উঠিয়ে নেন তাকে।

এদিকে, বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে- আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাঠের বাইরে থাকতে হবে তিন সপ্তাহ। এই সময়ে তিনি খেলতে পারবেন না বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখেরম বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। এছাড়া মিস করবেন স্প্যানিশ লিগে স্পোটিং গিহন ও সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দুটিও।