অসম্ভবকে সম্ভব করতে রাতে মাঠে নামছে বার্সা

অসম্ভবকে সম্ভব করতে রাতে মাঠে নামছে বার্সা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে পৃথক ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও বরুশিয়া ডর্টমুন্ড। বার্সার প্রতিপক্ষ পিএসজি। আর ডর্টমুন্ড খেলবে বেনফিকার বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে রাত পৌনে ২টায়।

প্রথম লেগে অবিশ্বাস্য ভাবে পিএসজির কাছে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। তিন সপ্তাহ আগে শেষ ষোলোর প্রথম লেগের এই পরাজয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সাকে এক প্রকার বিদায় করে দিয়েছে।

এখন শেষ আটের টিকিট পেতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে মেসি-নেইমারদের। কেননা, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগ চার বা এর বেশি গোলের ব্যবধানে হেরে কোনও দল কখনো ঘুরে দাঁড়াতে পারেনি। তবে নিজের মাঠে খেলা বলে কিছুটা বাড়তি সুবিধা পাবে তারা। আর সেই অসম্ভবকে সম্ভব করতে মরিয়া বার্সা।

অন্যদিকে, কোয়ার্টার ফাইনালের পথে এক পা দিয়ে রাখা পিএসজির প্রাথমিক লক্ষ্য বড় পরাজয় এড়ানো। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা পিএসজি কোচ উনাই এমরেই জয় তুলে নিতে মরিয়া।