অলিম্পিকের জন্য সাজছে জাপান

অলিম্পিকের জন্য সাজছে জাপান

শেয়ার করুন

tokio-2020এটিএন টাইমস ডেস্ক:

২০২০ সালের টোকিও অলিম্পিক’কে সামনে রেখে সাজতে শুরু করেছে জাপান। এরই মধ্যে নতুন স্টেডিয়াম তৈরির কাজ শুরু করেছে আয়োজকরা। ইতোমধ্যে রিও থেকে অলিম্পিকের মশাল পৌঁছে গেছে জাপানে।

২০২০ সালের আসরে মোট ২০৭ দেশের ১২ হাজার অ্যাথলেট অংশগ্রহণের কথা রয়েছে। সেজন্যই নতুনভাবে স্টেডিয়াম তৈরির কাজ শুরু করেছে তারা। পুরো স্টেডিয়ামের ডিজাইন করেছেন সেদেশের জনপ্রিয় ডিজাইনার কানগো কুমা।

এদিকে, এই স্টেডিয়াম তৈরির খরচ ধরা হয়েছে ১৪৯ বিলিয়ন জাপানি ইয়েন। অলিম্পিকের সবোর্চ্চ সংস্থা আইওসির এজেন্ডা অনুযায়ী তারা এই স্টেডিয়াম তৈরির কাজ শুরু করেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আয়োজনটা হবে সবার থেকে ব্যতিক্রম।