কোহলির অনন্য রেকর্ড

কোহলির অনন্য রেকর্ড

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অধিনায়ক হিসেবে টেস্ট ক্যারিয়ারে এক বছরে তিনটি ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

kohliমুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেন ভারতীয় অধিনায়ক। আর এই কীর্তি গড়ে তিনি নাম লিখিয়েছেন ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক ও ব্র্যান্ডন ম্যাককালামদের পাশে। এর আগে এক ক্যালেন্ডারে ব্র্যাডম্যান, পন্টিং, ক্লার্ক ও ম্যাককালাম এমন কীর্তি গড়েছিলেন। তবে ক্লার্ক অবশ্য সর্বোচ্চ চারটি ডাবল সেঞ্চুরি করে সবার ওপরে রয়েছেন।

এদিকে, চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় ২০০, ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১১ ও চলমান টেস্টে ২৩৫ রান করেন। তবে কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন।

এদিন ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসও খেলেন তিনি। এর আগে ২০১৩ সালে মাহেন্দ্র সিং ধোনি দলনেতা থাকাকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৪ রান করেছিলেন।