অনুর্ধ্ব-১৬ নারী দলের অনুশীলন ক্যাম্পে নিষিদ্ধ মিডিয়া

অনুর্ধ্ব-১৬ নারী দলের অনুশীলন ক্যাম্পে নিষিদ্ধ মিডিয়া

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

অনুর্ধ্ব ১৬ দলের ক্যাম্পে অলিখিতভাবে মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘমেয়াদি ক্যাম্পের প্রথমদিন বাফুফের টার্ফে রোববার সকালে অনুশীলন শুরু হয় মেয়েদের। কিন্তু প্রস্তুতির ছবি তুলতে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি কোনো সংবাদমাধ্যমকে।

u16_team অনুর্ধ্ব ১৬ঈদের ছুটি শেষে বাফুফে টার্ফে রোববার সকালে শুরু হয় মেয়েদের দীর্ঘমেয়াদী ক্যাম্পের প্রথম প্রস্তুতি। তাই সবার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। কিন্তু টার্ফের ভেতর ঢুকতে দেয়নি নিরাপত্তারক্ষীরা। অজুহাত কতৃপক্ষের।

কয়েকবার চেস্টা করেও ফোনে পাওয়া যায়নি কোনো অফিসিয়ালকে। অগত্যা বাইরে থেকে ফুটেজ সংগ্রহ করতে হয়ে সাংবাদিকদের। জানা যায়নি বাফুফের দীর্ঘমেয়াদি ক্যাম্পে যোগ দেয়া সানজিদাদের মনের কথাও।

এ নিয়ে মুখ খুলতে চান নি কোচ গোলাম রব্বানিও। তবে মেয়েদের এই দীর্ঘ মেয়াদি ক্যাম্প নিযে সন্তোষ প্রকাশ করেছেন কোচ।

অনুর্ধ্ব ১৬ নারী দলের সাফল্যে মেয়েদের জন্য দীর্ঘমেয়াদি ক্যাম্প ফুটবলের জন্য নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু ফেডারেশনের অপেশাদারী মনোভাবে ফুটবলের উন্নয়ন কিভাবে সম্ভব তা হয়তো সময়ই বলে দেবে।