‘বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান’

‘বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান’

শেয়ার করুন

2016-09-18_8_537541

নিজস্ব প্রতিবেদক :

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে আনতে প্রবাসী বাংলাদেশিদের জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় কানাডা আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশকে কলঙ্কমুক্ত করতেই বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হয়েছে।

বিদেশে পালিয়ে থাকা আত্মস্বীকৃত খুনিদের ফিরিয়ে আনতে প্রবাসীদের জনমত তৈরির কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।

কানাডায় ৪ দিনের সফর শেষে  আজ নিউইয়র্ক রওনা হবেন শেখ হাসিনা। সেখানে  জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। ২৬ সেপ্টেম্বর দুবাই হয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।