সমাবেশের অনুমতি নিয়ে পুলিশ তালবাহানা করছে: রিজভী

সমাবেশের অনুমতি নিয়ে পুলিশ তালবাহানা করছে: রিজভী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি’র মে দিবসের সমাবেশ নিয়ে পুলিশ তালবাহানা করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, গত ৩ দিন ধরে মে দিবসে সমাবেশের অনুমতি পেতে চেষ্টা করছে বিএনপি। শনিবার সকালে ডিএমপি কমিশনার কার্যালয় থেকে বিএনপির প্রতিনিধি দলকে রমনা জোনে পাঠানো হয়। সেখানেও গড়িমসি করা হচ্ছে বলে দাবি করেছেন রিজভী আহমেদ।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দল যখন তখন সমাবেশ করতে পারে। অথচ বিএনপিকে বাধা দেয়া হচ্ছে।