সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব বাসদের

সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব বাসদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সংসদ ভেঙ্গে দিয়ে দল-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন পরিচালনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত সংলাপ শেষে সাংবাদিকদের একথা জানান দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে তাঁর নেতৃত্বে দলটির আরো ১৩ সদস্য অংশ নেন। বর্তমানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেশে নেই জানিয়ে, এ জন্য দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপিকে দায়ী করেন তাঁরা।

নির্বাচনী পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে, জনমনে আস্থা ফেরাতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাসদ। দুর্নীতির দায়ে অভিযুক্ত সরকারি কর্মকর্তা ও পুলিশদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখা ও কালো টাকাসহ প্রার্থীদের প্রভাব রোধে আইনের কঠোর প্রয়োগের দাবিও করেছে দলটি।