ভাগাভাগিতে টানাপোড়ন স্বাভাবিক: ড. কামাল

ভাগাভাগিতে টানাপোড়ন স্বাভাবিক: ড. কামাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আসন ভাগাভাগি টানাপোড়েন, স্বাভাবিক রাজনৈতিক বিষয় বলেই মত ড. কামালের। তবে এ ভাগাভাগি নিয়ে বিএনপির সাথে ঐক্যফ্রন্ট ব্ল্যাকমেইলিং করছে এমন অভিযোগ মানতে নারাজ এই ঐক্যফ্রন্ট নেতা।

আসন ভাগাভাগি ইস্যুতেই ড.কামালের যুক্তফ্রন্ট ছাড়ে বি.চৌধুরীর বিকল্পধারা। বাতাসে গুঞ্জন, বড় দল বিএনপির মাহী বি চৌধুরীর ভারসাম্যের রাজনীতিকে পাত্তা না দেওয়ায় কারণও এই আসন ভাগাভাগি।

রবিবার রাতে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ড. এমাজউদ্দিন ও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ফাঁস হওয়া টেলিফোন আলাপে আবারো সেই দ্বন্দের সূর। বিএনপি’র ভাবনায় ব্যাক্লমেইল হওয়ার আশংকা।

তবে আসন ভাগাভাগি যে একেবারেই সহজে হচ্ছে না তার ইঙ্গিত দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ এ নেতা। বলেন, পিঠা ভাগভাগিতেও ঝগড়া হবে। আর এটা জাতীয় নির্বাচন। কিছু সমস্যা হলেও তা সমাধান হয়ে যাবে।