নির্বাচন আইনানুগ না হলে প্রশ্নবিদ্ধ হবে কমিশন

নির্বাচন আইনানুগ না হলে প্রশ্নবিদ্ধ হবে কমিশন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন আইনানুগ না হলে প্রশ্নবিদ্ধ হবে কমিশন। নয় জেলার নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষকদের উদ্দেশ্যে এ কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

সবাই সবার দায়িত্ব সঠিকভাবে পালন করলে একজনের ভোট অন্যজন দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। দ্বিতীয়বারৃ যেন কেউ ভোট দিতে না পারে সেদিকে নজর রাখতে বলেন কর্মকর্তাদের।

প্রকাশ্যে ভোট, অনুমতি ছাড়া ব্যালট ইস্যু করা বেআইনি উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্র নিরাপদ রাখতে যাবতীয় ব্যাবস্থা নেবে কমিশন। বিভিন্ন বাহিনীর পাশাপাশি প্রয়োজনে আরও ব্যবস্থা রাখা হবে বলেও জানান নির্বাচন কিমশনার।