নির্বাচনে অনিয়মের অভিযোগ বিএনপির

নির্বাচনে অনিয়মের অভিযোগ বিএনপির

শেয়ার করুন

Comillay Bnp leader Rijbi pic1 08-05-2017 (1)নিজস্ব প্রতিবেদক :

বরাবরের মত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও অনিয়মের অভিযোগ এনেছে বিএনপি। তবে বিভিন্ন সময়ে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা একেকরকম অভিযোগ করেছেন। তাতে সৃষ্টি হয়েছে বিভ্রান্তির।

ভোটগ্রহণ শুরুর ৩ ঘণ্টা না গড়াতেই বিএনপির অভিযোগ, গাজীপুরে তাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হচ্ছে, পড়ছে জাল ভোট। নয়াপল্টনে  দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রিফিংয়ের শুরুতে ৫০টি কেন্দ্রের কথা বললেও, এক পর্যায়ে সংখ্যাটি হয়ে গেল ১ শ।

নির্বাচন পরিস্থিতি নিয়ে ব্রিফিং চলল গাজীপুর বিএনপি কার্যালয়েও। সেখানে মেয়র প্রার্থী বললেন, অভিযোগ শতাধিক কেন্দ্র নিয়ে।

কিন্তু অভিযোগের সংখ্যা কমে গেল নির্বাচন কমিশন কার্যালয়ে এসে। বেলা সোয়া ১টায় ঢাকায় নির্বাচন কমিশন সচিবলায়ে পরিস্থিতি জানান দিতে এসে বিএনপির প্রতিনিধি দল বলল, মাত্র ২১ টি কেন্দ্র নিয়ে অভিযোগ তাদের।

দল এক, নির্বাচনও একটি সিটিতেই। তারপরও দফায় দফায় জানানো এসব ব্রিফিংয়ের তথ্য মিলাতে গিয়ে প্রশ্ন এসেই যায়, সংখ্যাটি আসলে কত?