নির্বাচনের আগে-পরে সবাইকে অহিংস আচরণ করার আহবান বার্নিকাটের

নির্বাচনের আগে-পরে সবাইকে অহিংস আচরণ করার আহবান বার্নিকাটের

শেয়ার করুন

bernicat-01নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনের আগে ও পরে সবাইকে অহিংস আচরণ করার আহ্বান জানিয়েছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শান্তিপূর্ন নির্বাচনের পক্ষে আওয়ামী লীগ ও বিএনপির ৪শ’ তৃণমূলের নেতাদের উদ্দেশে তিনি আরো বলেন, একটি গণতান্ত্রিক দেশের জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরী। বিশেষ করে যে দেশটি মধ্যম আয়ের দেশ হতে চলেছে।

নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের সভা সমাবেশের স্বাধীনতা রয়েছে। শান্তিপুর্ন নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিকদল, গনমাধ্যম এবং জনগনের প্রতি আহবান জানান তিনি। অনুষ্ঠানে বৃটিশ হাই কমিশনার এলিসন ব্লেইক বলেন, এদেশের মানুষ শান্তপুর্ন ও সহনশীল পরিবেশে নির্বাচন দেখতে চায়। তারা সহিংসতা চায় না। তিনি জানান, এ লক্ষে কাজ করতে চাইলে সরকাকে সহয়তা করবে যুক্তরাজ্য।