নারায়ণগঞ্জে ভোট গ্রহণ শুরু

নারায়ণগঞ্জে ভোট গ্রহণ শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের পদক্ষেপে নেয়া হয়েছে বলে ভোটারদের আশ্বস্ত করেছেন রিটার্নিং অফিসার।

সকাল থেকেই দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। তবে পুরুষের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি সকালে বেশী দেখা গেছে।

বুধবার বেলা এগারোটার দিকে  রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জামাদি ভোটকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়। মোট একশ ৭৪টি কেন্দ্রে তেরশ ৪টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।

মোট ২৭টি ওয়ার্ডে ১৫৬ জন কাউন্সিলর এবং ৯ টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন কাউন্সিলর পদে লড়ছে। মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে।

৭টি বাহিনীর মোট প্রায় সাড়ে নয় হাজার আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকছে। ৭০ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। দুই বিদেশিসহ ৩২০জন নির্বাচনী  পর্যবেক্ষক।