তারেক রহমানকে আত্মসমর্পনের নির্দেশ

তারেক রহমানকে আত্মসমর্পনের নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

চাঁদাবাজি ও কর ফাঁকির ৫ টি মামলায় বিএনপি নেতা তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Tarique তারেক রহমানবিগত তত্ত্ববধায়ক সরকারের আমলে গুলশান, কাফরুল ও শাহবাগ থানায় বিএনপি চেয়ারপারসন ও সাবে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ৩টি এবং কর ফাঁকির ২টি মামলা দায়ের হয়। দীর্ঘদিন মামলাগুলোর ওপর স্থগিতাদেশ ছিল।

মঙ্গলবার এ সংক্রান্ত শুনানিতে মামলাগুলো সচল করতে অনুরোধ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তারেক রহমান পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নিতে পারেননি। শুনানির পর বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলার ওপর স্থগিতাদেশ তুলে নেন।

একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে এই মামলাগুলো নিম্ন আদালতে চালাতে আইনী বাধা থাকল না।