ছুটির দিনে সকাল থেকেই রাজধানীতে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা

ছুটির দিনে সকাল থেকেই রাজধানীতে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সংসদ নির্বাচন সামনে রেখে ছুটির দিনে সকাল থেকেই রাজধানীতে নির্বাচনী প্রচারণায় অংশ নেন প্রার্থীরা। সকাল থেকেই শুরু হয় গণসংযোগের ব্যস্ততা। এত দিন অভিযোগ দেখিয়ে মাঠে না নামলেও ভোটের সপ্তাহখানেক বাকী থাকতেই প্রচার প্রচারণার মাঠে বেশ সরব হয়েছেন ধানের শীষের প্রার্থীরা। এসময় উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চান আওয়ামীলীগের প্রার্থীরা।

সংসদ নির্বাচন সামনে রেখে ছুটির দিনে সকাল থেকেই রাজধানীতে নির্বাচনী প্রচারণায় অংশ নেন প্রার্থীরা। সকাল থেকেই শুরু হয় গণসংযোগের ব্যস্ততা।

ঢাকা-১১ আসনে বিএনপি’র প্রার্থী শামীম আরা বেগম ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নেন। রাজপথে প্রচার চালানোর পাশাপাশি ভোট চাইলেন বাড়ি বাড়ি গিয়ে। এসময় ভোটের মাঠে সমান সুযোগ নিশ্চিত করার দাবিও জানান বিএনপির এই প্রার্থী।

নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজধানীর আসনগুলোতে হেভিওয়েট প্রার্থীদের প্রচার প্রচারনা ততই বাড়ছে।নৌকার প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়ে এলাকার উন্নয়ন ও আওয়ামীলীগের ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চান ভোটারদের কাছে।

এছাড়া রাজধানীর কয়েকটি আসনে জুমা’র নামাজ শেষেও গণসংযোগে ব্যস্ত হতে দেখা যায় প্রার্থীদের।