ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক দুই

ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক দুই

শেয়ার করুন

17457468_1465606386831004_7180216380903094933_nনিজস্ব প্রতিবেদক :

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ করে দিয়ে দু’জনকে আটক করেছে পল্টন থানা পুলিশ।

বাসা থেকে তুলে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম নুরুকে হত্যার প্রতিবাদে, দুপুর সাড়ে বারোটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।

নাইটিঙ্গেল মোড়ের দিকে যাওয়ার পথে পুলিশ মিছিলে বাধা দেয়। এরপরও বাধা উপেক্ষা করে কয়েকজন মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ তাদের ওপর চড়াও হয় ও তিনজনকে আটক করে।

পরে পুলিশের গাড়ি থেকেই দু’জন পালিয়ে যায় ও পুলিশ ভ্যানের জানালার কাচ ভাঙচুর করে। এসময় স্কাউট ভবনের সামনে থাকা একটি মাইক্রোবাসেও ভাংচুর করে ছাত্রদল কর্মীরা। পরে আরো একজনকে আটক করে পুলিশ।