কুসি নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন পেশার ৪০ নারী

কুসি নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন পেশার ৪০ নারী

শেয়ার করুন

খায়রুল আহসান মানিক, কুমিল্লা জেলা প্রতিনিধি :

বিভিন্ন পেশার ৪০ জন নারী কুমিল্লা সিটি কর্পোরেশনের ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন। গৃহিণী, আইনজীবী, শিক্ষক, পল্লী চিকিৎসক, বিউটিশিয়ান, টেইলারিং সহ বিভিন্ন পেশায় নিয়োজিত এ সব প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ২৩ জনের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পাস। বাকী ১৭ জন ৭ম, ৮ম শ্রেণী ও স্বশিক্ষিত। রিটার্নিং অফিসারের দপ্তরে জমা দেয়া মনোনয়ন পত্রের হলফনামায় এমন তথ্যই দিয়েছেন তারা।

সিটি কর্পোরেশনের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আছিয়া মাহজাবিন খান এম এস এস, এল এল বি, তিনি পেশায় আইনজীবী। মমতাজ বেগম বি এস, এস পাস, পেশায় গৃহ শিক্ষক, কাউসারা বেগম সুমী, এস এস সি পাস, পেশায় গৃহিণী। ঝর্ণা আক্তার ৮ম শ্রেণী পাস, পেশা সেলাই কাজ এবং নাসিমা জামান ৮ শ্রেণী পাশ, পেশায় গৃহিণী।

২নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাসিনা নবাব চম্পা বি এস এস পাস, নাদিয়া নাসরিন এস এস সি পাশ, রোখসানা বেগম  এস এস সি পাশ, সামসুনাহার ৮ শ্রেণী পাস এবং শাহীন আক্তার ৭ শ্রেণী পাস  এরা সবাই গৃহিণী।
৩নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী উম্মে কুলসুম, বি এ পাস, পেশায় গৃহিণী, সুরাইয়া বেগম বি এ বি এড, পেশায় শিক্ষিকা এবং নীলুফা বেগম  স্বশিক্ষিত, পেশায় গৃহিণী।

৪নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জোৎনা আক্তার স্বশিক্ষিত, পেশা গৃহিণী।  অনিতা সরকার পেশায় গৃহিণী, রুমা আক্তার পেশায় গৃহিণী এবং টিলটি সেন গুপ্তা পেশা ব্যবসা এরা তিন জনই এইচ এস সি পাশ।

৫নং ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সীমা আক্তার এস এস সি পাশ, পেশা পার্লর ব্যবসা। ফরিদা আক্তার এস এস সি পাশ, পেশা গৃহিণী। নুর জাহান পুতুল  ৮ম শ্রেণী পাশ, পেশা গৃহিণী। পারভীন আক্তার ৮ম শ্রেণী পাশ, হস্তশিল্প পেশায় জড়িত।

৬নং সংরক্ষিত  ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী  হোসনেয়ারা তালুকদার  এস এস সি পাশ, হস্তশিল্প পেশায় জড়িত। নেহার বেগম ৮ম শ্রেণী পাস। রোকেয়া বেগম  স্বশিক্ষিত । হাসনা বেগম মৌসুমী ৮ শ্রেণী পাস। এর তিন জনই  পেশায় গৃহিণী।