‘কামাল হোসেনের ধানের শীষে ধান নেই শুধুই চীটা’

‘কামাল হোসেনের ধানের শীষে ধান নেই শুধুই চীটা’

শেয়ার করুন

PM-05নিজস্ব প্রতিবেদক :

কামাল হোসেন যে ধানের শীষ ধরেছেন, তাতে ধান নেই শুধুই চীটা। জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে এ মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। খুনিদের সঙ্গে এ জোট হয়েছে বলেও সমালোচনা করেন তিনি।

দীর্ঘদিন পর মাদারিপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল থেকে নদী পথে, ট্রলার-লঞ্চে করে, আর সড়ক পথে মিছিল নিয়ে কাঠালবাড়ী ঘাঠের জনসভাস্থলে হাজির হন আওয়ামী লীগের হাজারো নেতা কর্মী।

জনসভার ভাষণে, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন।

সম্প্রতি বিডিআর হত্যাকান্ড নিয়ে বিএনপি নেতারা আওয়ামী লীগকে দায়ী করে বক্তব্য দেন। জবাবে প্রধানমন্ত্রী সেই ঘটনার জন্য বিএনপিকেই দায়ি করেন।

কামাল হোসনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করে পধানমন্ত্রী বলেন, সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধ কথা বললেও তারা এখন খুনিদের সঙ্গেই জোট করেছেন।

নৌকাকে জনগনের মুক্তির পথ দাবি করে শেখ হাসিনা আগামী নির্বাচনেও তার দলের পক্ষে ভোট চান।

উন্নয়নের এ ধারা চলমান রাখতে আবারো জনগনের সমর্থন চান তিনি।