আপিল বিভাগেও কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

আপিল বিভাগেও কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের স্থগিত থাকা উপ-নির্বাচনে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন। মনোনয়নপত্র খারিজের ফলে নির্বাচন কমিশন কর্তৃক কাদের সিদ্দিকির মনোনয়নপত্র বাতিলের আদেশই বহাল থাকলো।

কাদের সিদ্দিকীর মালিকানার প্রতিষ্ঠান সোনার বাংলা, ১০ কোটি টাকা ঋণ খেলাপি হওয়ায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। এর বিরুদ্ধে কাদের সিদ্দিকী হাইকোর্টে আবেদন করলে তা খারিজ করে আদালত। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল করেন তিনি।

নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইয়াসিন জানান, আপিল খারিজ হওয়ায় নির্বাচনের ওপর দেয়া স্থগিতাদেশ উঠে গেল। এখন যেকোনো সময় তফসিল ঘোষণা করে নির্বাচন দিতে পারবে কমিশন।