৪ নভেম্বরকে সংবিধান দিবস ঘোষণার দাবি

৪ নভেম্বরকে সংবিধান দিবস ঘোষণার দাবি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ করে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়ন করতে হলে ১৯৭২ এর সংবিধানে ফিরতে হবে উল্লেখ করে ৪ নভেম্বরকে সংবিধান দিবস ঘোষণার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি।

বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ডাবলিউভিএ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বাহাত্তরের ঐতিহাসিক সংবিধানে ফিরে যেতে রাজনৈতিক বাধাগুলো অতিক্রম করতে না পারলে ধর্মীয় সহিংসতা আরো বেড়ে যাবে বলেও উল্লেখ করেন বক্তারা। তবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন ব্রাক্ষণবাড়িয়ায় বার বার এ ধরনের হামলার ঘটনা ঘটলেও কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয়নি।

সরকারের কোন মন্ত্রী এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন নি। তাই অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে বাহাত্তরের সংবিধান প্রবর্তনের জোর দাবি জানান অনান্য আলোচকরাও।