‘২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মে.ও. বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা’

‘২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মে.ও. বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা’

শেয়ার করুন

PM_01-2নিজস্ব প্রতিবেদক :

২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা গ্রহণের কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

‘অনির্বাণ আগামী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক রিপোর্টিং-এর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এতে ইলেকট্রনিক মিডিয়ায় সেরা সাংবাদিক হিসেবে পুরস্কার পান এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি মুন্নী সাহা।

এরইমধ্যে বাংলাদেশ ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান সবাইকে। দেশের ৯০ ভাগ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে জানিয়ে তিনি বলেন: আর্থসামাজিক উন্নয়ন হওয়ায় ভবিষ্যতে বিদ্যুৎখাতে ভর্তুকি নাও থাকতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত শাসনামলে দেশের বিদ্যুৎ খাতকে যেভাবে পিছিয়ে দেয়া হয়েছিল তা নজীরবিহীন, যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি।

প্রধানমন্ত্রী বলেন, ‘২১ বছর পর ১৯৯৬ সালে জনগণের ভোটে সরকার গঠন করে বিদ্যুৎ পেয়েছিলাম মাত্র ১৬শ মেগাওয়াট, চরিদিকে হাহাকার, এদেশের অধিকাংশ মানুষের ঘরে আলো ছিল না। সেই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য সর্বপ্রথম আইন করে আমরা বেরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করি এবং বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেই।’

তিনি বলেন, ‘আমরা মাত্র কয়েক বছরের মধ্যেই ১৬শ’ থেকে বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার ৩শ’ মেগাওয়াটে নিয়ে যেতে সক্ষম হই। সেইসাথে জেনারেটরের ওপর থেকে সকল ট্যাক্স তুলে দেই এবং শিল্প কারখানার মালিকদের বলে দেই আপনারাও আপনাদের মত বিদুৎ উৎপাদন করুন এবং সেই বিদ্যুৎ আশপাশে বিক্রিও করতে পারবেন। আমরা গ্রিড লাইন আপনাদের ভাড়া দেব।’

‘কিন্তু, ২০০৯ সালে যখন আমরা সরকারে আসি তখন দেখি বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ যা আমরা রেখে গিয়েছিলাম তার থেকে কমে ৩ হাজার ২শ মেগাওয়াট হয়ে গেছে।’