‘স্লিপারের ব্যবধান ঠিক রাখতেই রেল লাইনে বাঁশ ব্যাবহার’

‘স্লিপারের ব্যবধান ঠিক রাখতেই রেল লাইনে বাঁশ ব্যাবহার’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

স্লিপারের ব্যাবধান ঠিক রাখতেই রেল লাইনে বাঁশ ব্যাবহার করা হয়েছিলো বলে জানিয়েছেন রেল মন্ত্রী মুজিবুল হক।

সোমবার সকালে, কমলাপুর রেলস্টেশনে ঢাকা চট্টগ্রাম রুটের মহানগর সার্ভিসে নতুন কোচ উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে মন্ত্রী একথা বলেন। সম্প্রতি, দেশের কয়েক জায়গায় রেললাইনে বাঁশ ব্যবহার করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, না জেনেই রেললাইনে বাঁশের ব্যবহার নিয়ে ভুল তথ্য প্রচার করা হয়েছে।

এর আগে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলরত মহানগর প্রভাতি ট্রেনে ইন্দোনেশিয়া থেকে আনা লাল-সবুজের নতুন কোচ যুক্ত করা হয়। রেল কর্তৃপক্ষের মতে, এতে যাত্রীদের ভ্রমণ আনন্দদায়ক হওয়ার পাশাপাশি সেবার মান বাড়বে। এদিকে, আজ রাতে তূর্ণা নিশীথা ট্রেনেও যুক্ত হবে নতুন কোচ।