কাজাখস্তানে শুরু হচ্ছে সিরিয়া শান্তি আলোচনা

কাজাখস্তানে শুরু হচ্ছে সিরিয়া শান্তি আলোচনা

শেয়ার করুন

_93768022_037386046
বিশ্বসংবাদ ডেস্ক :

কাজাখস্তানের রাজধানী আস্তানায় সোমবার থেকে শুরু হচ্ছে সিরিয়া শান্তি আলোচনা। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যত নয়, দেশজুড়ে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে মূল আলোচনা হবে।

সিরিয়ার অন্যতম মিত্র রাশিয়া ও ইরানের উদ্যোগে শান্তি আলোচনার পদক্ষেপ নেয়া হয়। তবে বিদ্রোহীদের সমর্থন দেয়া তুরস্কও এই শান্তি আলোচনার পক্ষে।

এর আগে জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনার পদক্ষেপ নেয়া হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। আস্তানা শান্তি আলোচনায় সরকারপক্ষ এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো অংশ নিচ্ছে। তবে সন্ত্রাসী সংগঠণ হিসেবে আইএস, জাবাথ ফাতাহ আল শাম এবং নুসরা ফ্রন্টকে এর বাইরে রাখা হয়েছে। আলোচনায় থাকবেন একজন মার্কিন প্রতিনিধি এবং জাতিসংঘের দূত স্টেফান ডি মিস্তুরা।

আয়োজকরা আশা করেন, মঙ্গলবারের মধ্যেই শান্তি আলোচনা শেষ হবে এবং ফলপ্রসূ সমাধান বের হয়ে আসবে। ৬ বছরের সিরিয়া যুদ্ধে এ পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে ইউরোপে শরণার্থী হয়েছেন।