সোমবার পবিত্র ঈদুল আজহা

সোমবার পবিত্র ঈদুল আজহা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সোমবার পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে সারা দেশে পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান এই উৎসব।

ঈদ উল আজহাতে নামাজ আদায় করে পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। হজরত ইব্রাহীম আলাইহি ওয়া সাল্লামের সময় থেকে চলে আসা এ প্রথা মূলত, লোভ-লালসা ও পশুপ্রবৃত্তিকে বিসর্জন দিয়ে প্রকৃত ধর্মপথে থাকার প্রচেষ্টার প্রতীক।

পরিবার পরিজনের সঙ্গে ঈদ উৎসবে শামিল হতে, পথের ক্লান্তি ভুলে অনেক মানুষ ছুটছেন গ্রামের বাড়িতে। এ মুহূর্তে কোরবানির পশুর হাটগুলো ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট।

ইতোমধ্যে, ঈদ উদযাপনের অন্যান্য প্রস্তুতিও শেষ হয়েছে। ঈদ উপলক্ষে দেশব্যাপী নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এদিকে, সৌদি আরবে রোববার ঈদ পালিত হচ্ছে।

তার সাথে মিল রেখে, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী ও চাঁদপুরের বেশ কিছু এলাকার মানুষ আজ কোরবানির ঈদ পালন করছেন।