যানজট কমেছে মহাসড়কে

যানজট কমেছে মহাসড়কে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মহাসড়কগুলোতে যানজট কমে এসেছে অনেকটা। এর মধ্যে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।

মহাসড়ক বাসগত তিনদিন মহাসড়কের মুন্সিগঞ্জ ও সোনারগাঁও এলাকায় গাড়ির চাপ বেশি ছিল। শনিবার পর্যন্ত এসব স্থানে যাত্রীরা নাকাল হলেও, গত মধ্যরাত থেকে তা কমে এসেছে। যাত্রীবাহী গাড়িগুলো পার হচ্ছে নির্বিঘ্নে। এদিকে রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে যানবাহন বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়।

দুপুরের পর থেকে যানজট কমতে শুরু করে । তবে কয়েকটি পয়েন্টে গাড়ির জটলা যানবাহনের গতি কিছুটা ধীর করে দিচ্ছে।  হাইওয়ে পুলিশ জানায়, ধেরুয়া রেলক্রসিং, মির্জাপুর বাইপাস, পাকুল্লা বাসস্ট্যান্ড, নাটিয়াপড়া, করটিয়া, টাঙ্গাইল শহর রাবনা বাইপাস, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু এলাকায় মাঝে মাঝে যানজট সৃষ্টি হচ্ছে ।

এদিকে, পাটুরিয়ায় দৌলতদিয়া ঘাটের পাটুরিয়া অংশে যানজট থাকলেও দৌলতদিয়া অংশে গাড়ির চাপ কম। পাটুরিয়ায় নদী পার হওয়ার অপেক্ষায় আটকে রয়েছে দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলার  হাজারেরও বেশি যানবাহন।

লঞ্চ যাত্রীদের হাঁটতে হচ্ছে দুই থেকে তিন কিলোমিটার পথ। দৌলতদিয়া অংশে ৪টি ঘাটই সচল থাকায় যানজট কমে এসেছে।