সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কবিতা  জাহান

সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কবিতা  জাহান

শেয়ার করুন

Kobita

।। নিজস্ব প্রতিবেদক ।।

সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মেরিনা জাহান কবিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী প্রফেসর ড. মাযহারুল ইসলামের কন্যা। ড. মাযহারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কবিতা ছাড়াও এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় ফরম কিনেছেন তিনজন। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র হালিমুল হক নিরু এবং প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের স্ত্রী ফাতেমা রহমান।

গত ২ সেপ্টেম্বর  আওয়ামী লীগের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সিরাজগঞ্জ-৬ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।