‘সার্ক দেশ গুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র দূর সম্ভব’

‘সার্ক দেশ গুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র দূর সম্ভব’

শেয়ার করুন

2017-01-17_8_694071নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে পারস্পরিক ব্যবসা ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র দূর করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘দক্ষিন এশিয়ার রাজনীতিক ও ব্যবসায়ীদের’ নিয়ে অনুষ্ঠিত এক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং এর আঞ্চলিক অর্থনীতিকে তুলে ধরতে বাংলাদেশে একটি সভা আয়োজনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’র প্রতি আহবান জানান। বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ আকৃষ্ট করতে দেশে বিভিন্ন সুযোগ সৃষ্টি করা হয়েছে জানিয়ে বিদেশীদের সে সুযোগ নেয়ার আহবান জানান তিনি।