‘সাধারণ মানুষ ও গণমাধ্যমের ওপর দমন পীড়ন চালিয়েছে সরকার’

‘সাধারণ মানুষ ও গণমাধ্যমের ওপর দমন পীড়ন চালিয়েছে সরকার’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

২০১৬ সালে গণমাধ্যম ও সাধারণ মানুষের ওপর দমন পীড়ন চালিয়েছে সরকার। হত্যা, আটক ছাড়াও গুম হয়েছে বিরোধী দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মানবাধিকার সংগঠণ হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্লগার, ধর্মনিরপেক্ষ, শিক্ষাবিদ, সমকামী অধিকারকর্মীদের সহিংসতা থেকে রক্ষা করতে পারেনি বাংলাদেশ সরকার। তবে সন্ত্রাসীদের শনাক্ত করে তাদের ধরতে উদ্যোগী হলেও, বিচারের আওতায় না এনে জুন মাসে মাত্র আট দিনে ১৫ হাজার মানুষকে আটক করে।

হলি আর্টিজানে হামলাকারীদের আটক না করে বন্দুকযুদ্ধের নামে তাদের হত্যা করা হয় বলে প্রতিবেদনে দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, সরকারের চাপের মুখে মিডিয়াগুলো আত্ম-নিয়ন্ত্রণের পথ বেছে নিয়েছে। এমনকি সুশীল সমাজের বিরুদ্ধেও দমন পীড়ন চালানো হয়েছে। এইচআরডিব্লিউ এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস জানান, সরকারকে জনগণের সুরক্ষা ও মানবাধিকার সমুন্নত রাখা উচিত।