এখন থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকতে পারবে না কিউবানরা

এখন থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকতে পারবে না কিউবানরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ভিসা ছাড়াই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে কিউবার নাগরিকদের বসবাসের বিতর্কিত নীতিটি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০ বছরের পুরোনো এই নীতি বাতিলের ফলে কিউবার নাগরিকদের এখন অন্য অভিবাসীদের মতোই দেখা হবে।

পুরোনো নীতি অনুযায়ী, কোনো ভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারলে, এক বছর পর তাদের আইনিভাবে স্থায়ী বাসিন্দা করা হতো। যা ওয়েট ফুট, ড্রাই ফুট নীতি নামে পরিচিত। ওবামা প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কিউবা সরকার। বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত কিউবানদের গ্রহণ করবে হাভানা।

কিউবা অনেক আগে থেকেই পুরোনো নীতির সমালোচনা করে আসছিল। কারণ ওই সুবিধা থাকায় হাজার হাজার মানুষ প্রতিবছর ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যেত। ২০১৪ সাল থেকে ওবামা প্রশাসন কিউবার সঙ্গে সম্পর্কোন্নয়ন শুরুর পর পুরোনো নীতির সমাপ্তি টানলো যুক্তরাষ্ট্র।