সাগরপথে ইউরোপে সবচেয়ে বেশি মানুষ পাচার হচ্ছে বাংলাদেশ থেকে

সাগরপথে ইউরোপে সবচেয়ে বেশি মানুষ পাচার হচ্ছে বাংলাদেশ থেকে

শেয়ার করুন

c6d0d_Migrants20160625074239_longবিশ্বসংবাদ ডেস্ক :

সাগরপথে ইউরোপে বেশি মানুষ পাচার হচ্ছে বাংলাদেশ থেকে। লিবিয়ার একটি পাচারকারি চক্র এখন এশিয়া থেকে সাগরপথে লোক পাঠাচ্ছে ইতালিসহ ইউরোপের নানা গন্তব্যে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার -আইওএমের পরিসংখ্যান দিয়ে শনিবার যুক্তরাজ্যের ইনডিপেন্ডেনডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়। তাতে বলা হয়, আইওএম কর্মকর্তা ফ্লাভিও দি গিয়াকোমো ইন্ডিপেন্ডেন্টকে বলেন, গত বছরের প্রথম তিন মাসে ইতালিতে অবৈধভাবে পাড়ি জমানো শরণার্থীদের মধ্যে মাত্র একজন ছিল বাংলাদেশি, ২০১৭ সালে তা বেড়ে দাড়িয়েঁছে ২ হাজার ৮০০ জনে। এই সংখ্যা সিরিয়া, আফগানিস্তান ও ইরাককে ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে দুবাই হয়ে লিবিয়ায় পাড়ি জমায় এই শরণার্থীরা, এরপর ভূমধ্য সাগরে নৌকা ভাসায় ইতালির লক্ষ্যে। তবে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমানো বাংলাদেশিদের এই বেশি সংখ্যার পেছনে রোহিঙ্গারাও একটি কারণ বলে মনে করছেন গবেষকরা। সেইসঙ্গে বাংলাদেশে রাজনৈতিকভাবে চাপের মুখে থাকা জামায়াতে ইসলামীর কর্মীরাও এই সংখ্যা বাড়িয়ে তুলেছে বলে তাদের ধারণা।