জাতীয় বাজেটে অগ্রাধিকার পায় না ক্রীড়া, উদাসীন সংগঠকরা

জাতীয় বাজেটে অগ্রাধিকার পায় না ক্রীড়া, উদাসীন সংগঠকরা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জাতীয় বাজেটে অগ্রাধিকার নয় খেলাধুলার উন্নয়ন। অথচ নিজেদের স্বার্থ নিয়ে দর কষাকষিতে ঔদাসীন্য ক্রীড়াঙ্গন কুশিলবদের। গতবারের তুলনায় এ বছর বাজেট বাড়ছে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন চলমান নিয়মেই বাড়বে ১০ শতাংশ। এর বাইরে কোন প্রস্তাবনা এখন গেলেও তা বাজেটে অন্তর্ভূক্তির সম্ভবনা ক্ষীণ।

অথচ প্রচুর সময় হাতে থাকলেও নিজেদের দাবী-দাওয়া অর্থমন্ত্রণালয় কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে তুলে ধরার কোন আগ্রহ বোধ করেননি ক্রীড়া সংগঠকরা। এটা কি নিছকই ঔদাসীন্য? নাকি সচেতনতার অভাব? কিংবা প্রভাব খাটিয়ে বাজেট বর্হিভূত বরাদ্দ আদায়ই লক্ষ্য? হয়তবা অপেক্ষা থোক বরাদ্দের? এ নিয়ে বিশ্লেষক, সংগঠকদের অভিমতে মিল-অমিলের সমাহার।

তবে আলোচনা অনেক আগেই ওঠা জরুরী ছিল বলেই অভিমত জাতীয় ক্রীড়া পরিষদ কোষাধ্যক্ষের। দায়িত্ব যেমন ফেডরেশনগুলোর ছিল, ছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও। এ বছরের ট্রেন ছেড়ে গেছে। এখন আবার অপেক্ষা পুরো একটা বছরের। এই ১২ মাসে কি নড়ে চড়ে বসবেন ক্রীড়াঙ্গনের তথাকথিত ত্রাতারা? থেকে যাচ্ছে আরো একটি প্রশ্ন?।