‘সাঁওতালদের পুনর্বাসনের ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না’

‘সাঁওতালদের পুনর্বাসনের ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনের ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর দ্বৈত বেঞ্চ বুধবার এই রুল জারি করেন। একই সঙ্গে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনবার্সনে কি পদক্ষেপ নেয়া হয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে গাইবান্ধার জেলা প্রশাসক ও গোবিন্দগঞ্জের ইউএনওকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

ভূমি সচিব, সমাজকল্যাণ সচিব, গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দু সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।