সংবিধানের ষোড়শ সংশোধনীর শুনানি শেষ হবে বৃহস্পতিবার

সংবিধানের ষোড়শ সংশোধনীর শুনানি শেষ হবে বৃহস্পতিবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সংবিধানের ষোড়শ সংশোধনীর শুনানি শেষ হবে আগামী বৃহস্পতিবার। ঐ দিন রাষ্ট্রপক্ষ যুক্তিখণ্ডন ও সমাপণী বক্তব্য উপস্থাপন করতে পারবেন।

বৃহস্পতিবার সকাল থেকে সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়ে শুনানি হবে বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। মঙ্গলবার শুনানিতে অ্যামিকাস কিউরি ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, সাবেক দুই অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার ফিদা এম কামাল এবং সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু তাদের বক্তব্য প্রদান করেন। এর মধ্য দিয়ে এ মামলায় অ্যামিকাস কিউরিদের বক্তব্য দেওয়া শেষ হলো।