শিশু আদুরী নির্যাতন মামলায় গৃহকর্ত্রীর যাবজ্জীবন

শিশু আদুরী নির্যাতন মামলায় গৃহকর্ত্রীর যাবজ্জীবন

শেয়ার করুন

Aduri-f-20170718084656-750x390নিজস্ব প্রতিবেদক :

শিশু আদুরীর নির্যাতন মামলায় গৃহকর্ত্রী নওরীন জাহান নদীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। নদীর মা ইসরাত জাহানকে এক লাখ টাকা জরিমানা করে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন।

পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠির কৌরাখালি গ্রামের মৃত খালেক মৃধার ছোট মেয়ে আদুরী। অভাবের কারণে মা সাফিয়া বেগম ৯ সন্তানের সবাইকে গৃহপরিচারিকার কাজে পাঠান। আদুরীকে রাজধানীর গৃহকর্ত্রী নওরীন জাহান নদীর বাসায় পাঠানো হয়। নানা অজুহাতে নদীর অমানবিক নির্যাতনের শিকার হয় সে। নির্যাতনে সহযোগিতা করেন নদীর মা ইসরাত জাহান।

২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর নির্যাতনের পর নদী ও তার মা পল্লবীর ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনে তাকে ফেলে দিয়ে যায়। দুই নারীকর্মী অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে আদুরীকে। পরে পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আদুরীর মামা মো. নজরুল ইসলাম বাদী হয়ে নদী ও তার মাকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন।