‘সিটিজেন চার্টার’ অনুযায়ী মশা মারবে সিটি কর্পোরেশনই

‘সিটিজেন চার্টার’ অনুযায়ী মশা মারবে সিটি কর্পোরেশনই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীজুড়ে আতঙ্ক এডিস মশাবাহী ভাইরাস জ্বর চিকুনগুনিয়া। এই মশা মারার দায়–দায়িত্ব সিটি কর্পোরেশনের। তবে নগরীর প্রতিটি ঘরে ঘরে গিয়ে মশা তাড়ানোর কাজ তাদের নয় বলে দাবি করেছেন দুই মেয়রই। অথচ নগরবাসীকে সেবা দিতে সিটি কর্পোরেশনের যে ‘সিটিজেন চার্টার’ প্রকাশ করে, সেই তালিকা অনুযায়ী এই দায়িত্ব তাদেরই।

সরকার-সিটি কর্পোরেশন যতই অস্বীকার করুক, এডিসবাহী মশার কামড়ে এবার চিকুনগুনিয়া রাজধানীতে এক আতঙ্কের নাম। যদিও স্বাস্থ্য মন্ত্রীর দাবি, এই ভাইরাস নিয়ে এতো চিন্তার কিছু নেই। আর মশা তাড়ানোর থেকে দায় এড়ানোতে ব্যস্ত উত্তরের নগরপিতার দাবি, যেহেতু এডিস মশা বাসা-বাড়ির স্বচ্ছ পানিতে হয়, তাই এ মশা ঠেকাতে দায় নিতে হবে নগরবাসীকে।

নাগরিক সুবিধা নিশ্চিত করতে না পেরে উল্টো ঢাকাবাসীর উপরেই দায় চাপানোর চেষ্টা করে মেয়রদ্বয় ‘ফাউল’ করেছেন।

অথচ সিটি কর্পোরেশন ওয়েবসাইটে নাগরিক সুবিধা দিতে যে তালিকা বা সিটিজেন চার্টার দেওয়া হয়েছে, সেই চার্টার অনুযায়ী এই দায়িত্ব সিটি কর্পোরেশনেরই।

ওই চার্টারের ১৫ নম্বরে বলা হয়েছে, অভিযোগ পেলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিবে সিটি কর্পোরেশন। শুধু তাই নয় কেউ যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়, তাহলে তার বাসার খোঁজ নিয়ে নিজ দায়িত্বে মশা মারবে তারা এবং এর জন্য খরচও দেওয়া লাগবে না।

দায়িত্ব এড়াতে মেয়রের এমন বক্তব্য ‘হতাশাজনক’ বলে মনে করেন নগর পরিকল্পনাবিদেরা। নগর পরিকল্পনাবিদ, স্থপতি ইকবাল হাবিব বলেন, মশা মারার দায়িত্ব সিটি করপোরেশনের। এই নিয়ে মেয়রদের বক্তব্য হতাশাজনক।