শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

শেয়ার করুন

অবরোধগাজীপুর প্রতিনিধি:

উচ্চ মাধ্যমিক পর্যায়ে নতুন করে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

রোববার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত জয়দেবপুর চৌরাস্তায় অবস্থান নেয় গাজীপুরের মহানগর কলেজ, এম ই এইচ আরিফ কলেজ, কমার্স কলেজ, সিটি কলেজসহ ৬টি কলেজের শিক্ষার্থীরা।

তারা জানায়, গত এইচএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে ৬টি সৃজনশীল প্রশ্নের জন্য সময় বরাদ্দ ছিল ২ ঘন্টা ১০ মিনিট। কিন্তু নতুন আরো একটি প্রশ্ন যোগ করা হলেও সময় বাড়ানো হয়েছে মাত্র দশ মিনিট, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

নতুন করে প্রশ্ন যুক্ত না করে আগের ব্যবস্থা বহাল রাখার দাবিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি সরকারের কাছে উত্থাপনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।