শিক্ষক লাঞ্ছনা: বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে

শিক্ষক লাঞ্ছনা: বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা হয়েছে। আগামী রোববার প্রতিবদেনটির বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি হবে।  ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু এ তথ্য জানিয়েছেন।

গত ১৩ মে নারায়নগঞ্জের বন্দর থানায় পিয়ার সাত্তার লতিফ হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত লাঞ্ছনার শিকার হন। এ নিয়ে পত্র-পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, স্থানীয় সাংসদ সেলিম ওসমান তাকে লাঞ্ছিত করেন।

এ বিষয়ে একটি সুয়োমুটো রুলের শুনানি হাইকোর্ট বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এর প্রেক্ষিতেই ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬৫ পৃষ্টার এই প্রতিবেদন দাখিল করেন।