শাহানূরের চিকিৎসার খরচ রাষ্ট্রকে বহন করতে নির্দেশ

শাহানূরের চিকিৎসার খরচ রাষ্ট্রকে বহন করতে নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করে, ঝিনাইদহে দুর্বৃত্তদের হামলায় পা হারানো বর্গাচাষি শাহানূর বিশ্বাসের চিকিৎসার সব খরচ রাষ্ট্রকে বহন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সব খরচ বহনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য ঝিনাইদহের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।

বখাটেদের হামলায় দুই পা হারানো শাহানূর বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৬ অক্টোবর নলভাঙায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায়, বখাটেরা হাতুড়ি ও ছেনি দিয়ে তার হাঁটুতে আঘাত করে। পরে চিকিৎসকরা তার দুই পা কেটে ফেলতে বাধ্য হন। এই ঘটনার দুইটি মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।