শাহজালালে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালালে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১১ কেজি ৬শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

কাস্টম কর্মকর্তা জানান, দোহা থেকে ছেড়ে আসা কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইট সোমবার বেলা ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। গোপন খবরের ভিত্তিতে ওই বিমানে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১০০টি সোনার বার পাওয়া যায়।

উদ্ধার করা সোনার ওজন ১১ কেজি ৬০০ গ্রাম; বাজার মূল্যে আনুমানিক ছয় কোটি টাকা। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।