রুশ বিমান বিধস্ত : ১১মৃতদেহ উদ্ধার, অনুসন্ধান চলছে

রুশ বিমান বিধস্ত : ১১মৃতদেহ উদ্ধার, অনুসন্ধান চলছে

শেয়ার করুন

_93140176_mediaitem93140173

বিশ্বসংবাদ ডেস্ক :

রুশ সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৯২ জনের মধ্যে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বাকি আরোহীদের খোঁজে কৃষ্ণ সাগরে জোর অনুসন্ধান চালাচ্ছে রুশ উদ্ধারকারী দল।
_93121670_alexandrovসামরিক বাহিনীর অন্তত সাড়ে তিন হাজার উদ্ধারকর্মী জাহাজ, জেট, হেলিকপ্টার এবং সাবমেরিন নিয়ে তল্লাশি চালাচ্ছে। শনিবার ভোরের দিকে ৯২ জন আরোহী নিয়ে রাশিয়া থেকে সিরিয়ার লাটাকিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে যাওয়ার পথে, টিইউ-১৫৪ বিমানটি কৃষ্ণ সাগরে বিধস্ত হয়।

বিমানটিতে রুশ সামরিক বাহিনীর সংগীতদলের ৬৪ জন সদস্য ছিলেন। লাটাকিয়ায় রাশিয়ান সেনাদের জন্য একটি কনসার্ট অনুষ্ঠানের কথা ছিল। এ ঘটনায় রাশিয়ায় একদিনের শোক পালন চলছে। নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি কোনো সন্ত্রাসী ঘটনা কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছেন তিনি।