‘শারিরীকভাবে অক্ষমদের প্রতি সহানূভূতি নয় তাদের অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে’

‘শারিরীকভাবে অক্ষমদের প্রতি সহানূভূতি নয় তাদের অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শারিরীকভাবে অক্ষমদের প্রতি সহানূভূতি প্রদর্শন নয়, বরং তাদের অধিকার আদায়ে সচেষ্ট হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রোববার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে এশিয়ান ফেডারেশন অন ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি –এএফআইডি এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, শারিরীকভাবে অক্ষমদের জন্য বিশেষ যত্ন, শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ভালোবাসার মধ্য দিয়েই তাদের এগিয়ে নিতে হবে, নইলে পিছিয়ে পড়বে বাংলাদেশ। হেলেন কেলার, স্টিফেন হকিংয়ের উদাহরণ টেনে রাষ্ট্রপতি বলেন :তাঁরা শারিরীকভাবে অক্ষম হলেও মস্তিষ্ককে কাজে লাগিয়ে খ্যাতির সর্বোচ্চ সীমায় পৌছেছেন। প্রতিবন্ধীদের এই দুই ব্যক্তিত্বকে অনুসরণ করার পরামর্শ দেন রাষ্ট্রপতি।