রোহিঙ্গাদের ওপর যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটেছে: মার্কিন প্রতিনিধিদল

রোহিঙ্গাদের ওপর যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটেছে: মার্কিন প্রতিনিধিদল

শেয়ার করুন

2017-11-19_8_273496বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটেছে বলে মনে করছে বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রোববার সকালে মার্কিন প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে  গিয়ে দেখা করে। সিনেটর জেফ মার্কলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিনেটর রিচার্ড ডারবিন, কংগ্রেসওম্যান বেটি ম্যাককালাম, জ্যান সাকোস্কি ও কংগ্রেসম্যান ডেভিড এন. সিসিলিন। এছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও এ সময় তাঁদের সাথে ছিলেন।

মার্কিন আইনপ্রণেতাদের পর গণভবনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের তৃতীয় পুত্র প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী কাউন্টেস অব ওয়েসেক্স সোফি হেলেন। সেখানেও আলোচনায় দুই দেশের ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা হয়।।