লিটনের মৃত্যুর জন্য জামায়াত দায়ী : স্ত্রী

লিটনের মৃত্যুর জন্য জামায়াত দায়ী : স্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সাংসদ লিটনের মৃত্যুর জন্য সরাসরি জামায়াতে ইসলামকে দায়ী করেছে তার দল আওয়ামী লীগ। আর, স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান জানিয়েছেন, জামায়াত বহুদিন ধরেই হত্যার হুমকি দিয়ে আসছিল।

রোববার বিকেলে হেলিকপ্টারে করে নিহত মঞ্জুরুল ইসলাম লিটনের মৃতদেহ ঢাকায় আনা হয়। আর, ঘটনাস্থল ঘুরে এসে, আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, সুন্দরগঞ্জে জামায়াতের আধিপত্যে তিনি আতঙ্কিত।

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ একটি বেসরকারি হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় ঢাকায়। সঙ্গে আসেন পরিবার ও আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বামীর মরদেহ নিয়ে আসা সৈয়দা খুরশিদ জাহান তখনও কাঁদছেন অঝোর ধারায়। এই কান্নার মধ্যেও আরেকবার বর্ণনা দিলেন হত্যাকাণ্ডের। জানালেন, কাউকে চিনতে পারেননি। তবে দেখেছেন ঘাতক দলের অন্তত তিন মোটরসাইকেল আরোহীকে।

এই মৃত্যুর জন্য পরিবারের মতোই লিটনের দল দায়ী করছে জামায়াতকে। ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে সুন্দরগঞ্জে ছুটে যায় আওয়ামী লীগের দুই সদস্যের প্রতিনিধি দল। তারাও মনে করছেন গাইবান্ধা এখনও জামায়াতের কবল মুক্ত না

। সেখানকার ঘটনাপ্রবাহে রীতিমতো আতঙ্কিত আওয়ামী লীগ নেতা নানক। তিনি বলেছেন সুন্দরগঞ্জকে জামায়াত মুক্ত করা হবে।