লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল রোববার পর্যন্ত বৃষ্টি থাকতে পারে।

এদিকে, লঘুচাপের প্রভাবে ঝড়ো বাতাসের আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় আজ অস্থায়ী দমকাসহ ঝড়-বৃষ্টি অথবা বজ্রঝড় হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় কক্সবাজারে।