ঢাবিতে হয়ে গেল ‘অষ্টম ভাষা দিবস আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগীতা

ঢাবিতে হয়ে গেল ‘অষ্টম ভাষা দিবস আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগীতা

শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অষ্টম ভাষা দিবস আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগীতা’।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ টি বিতর্ক দল অংশগ্রহণ করে। সন্ধ্যায় অমর একুশে হলে আয়োজিত ফাইনালে সরকারী দল হিসেবে অংশ নেয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসেবে অংশ নেয় বুয়েট।

রেনেসা বিপ্লব ও উপমহাদেশীয় সংস্কৃতির বিপরীত মুখী অবস্থান নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরে দুই দল। বিচারকদের রায়ে অষ্টম ভাষা দিবস প্রতিযোগীতার চ্যাম্পিয়ন হয় বুয়েট ডিবেটিং ক্লাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আখতারুজ্জামান সহ অন্যান্য শিক্ষকরাও এসময় উপস্থিত ছিলেন।