রাষ্ট্রে নৈতিকতা না থাকলে শান্তি আসবে না: প্রধান বিচারপতি

রাষ্ট্রে নৈতিকতা না থাকলে শান্তি আসবে না: প্রধান বিচারপতি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্র যদি নৈতিকতা বজায় না রাখে তাহলে সেই দেশে কোন শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্‌হা। তিনি বলেন, কেউ যদি নিজে আইন না মেনে অন্যকে আইন মেনে চলতে বলে তাহলে সেই রাষ্ট্র চলবে না।

বুধবার বিকেলে সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম ল-ইয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই বাসন্তী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান বিচারপতি ছাড়াও হাইকোট বিভাগের বেশ কয়েকজন বিচারক ও জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এস কে সিন্‌হা বলেন, অনেক সময় বিচারকরা আইন পাশ কাটিয়ে নৈতিকতার দিকে ঝুঁকে পড়েন। যত খারাপ ঘটনাই ঘটুক একজন বিচারক আইনের বাইরে গিয়ে কোন ব্যাখ্যা দিতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। অপর এক প্রসঙ্গে আইনজীবীদের আদালত ও বিচার বিভাগের স্বাধীনতা টিকিয়ে রাখাতে কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি।