‘বিশেষ বিধান বহাল রেখে বাল্য বিবাহ নিরোধ আইন শিশু বিবাহকে বৈধতা দেবে’

‘বিশেষ বিধান বহাল রেখে বাল্য বিবাহ নিরোধ আইন শিশু বিবাহকে বৈধতা দেবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিশেষ বিধান বহাল রেখে পাস হওয়া বাল্য বিবাহ নিরোধ আইন, শিশু বিবাহকে বৈধতা দেবে এবং ধর্ষকদের প্রণোদনা দেবে বলে আশঙ্কা সামাজিক সংগঠনগুলোর।  আইনটিতে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতি বরাবর তারা আবেদন করবেন বলেও জানিয়েছেন।

বুধবার বিকেলে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী, মানবাধিকার ও উন্নয়নের ৭০ সংগঠনের প্লাটফরম- সামাজিক প্রতিরোধ কমিটি, গার্লস নট ব্রাইডস বাংলাদেশ, চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন এবং জাগো বাংলাদেশের পক্ষে আইনটির ক্ষতিকর দিক তুলে ধরে সংবাদ সম্মেলন করা হয়। তারা বলেন, এ আইন পাসের মাধ্যমে কন্যাশিশু নির্যাতন গণহারে বেড়ে যাবে।

আরও বলেন, এটি শিশু অধিকার সনদের সঙ্গে সাংঘর্ষিক হবে, মাতৃ ও শিশুমৃত্যুর হার বাড়াবে, নারী নির্যাতক দুর্বৃত্তদের শাস্তি থেকে রেহাই দেবে, নারীশিক্ষায় ঝরে পড়ার হার বাড়াবে। শুধু তাই নয়, অপরিণত কন্যাশিশুর বিয়ের সুযোগ দিয়ে তাদেরকে পারিবারিক নির্যাতনের মুখে ঠেলে দেবে এবং নারী-পুরুষ সমতার আন্দোলনকে বাধাগ্রস্ত করবে বলেও মত তাদের। এ আইন প্রতিরোধে লিগ্যাল নোটিশ দেবেন বলেও জানান তারা।