রাষ্ট্রদূতের ব্যাগ চোর কোথায়?

রাষ্ট্রদূতের ব্যাগ চোর কোথায়?

শেয়ার করুন

15192628_1814161535493593_4699093689723253337_nনিজস্ব প্রতিবেদক :

ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি ম্যারগারেফা কুলেনার চুরি যাওয়া ব্যাগের এখনো হদিস পায়নি পুলিশ। এমনকি টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়া চোরের ছবি দেখেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সোমবার ছিল কাউন্টার ফটোর শিক্ষক-শিক্ষার্থীদের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। সে অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চুরি হয়।

একাধিক টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়া চুরির দৃশ্য। ভিডিও ফুটেজে দেখা যায়- মঞ্চে, অতিথিদের পেছনে, বিশেষ করে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের পেছনে এক তরুণ দাঁড়ানো। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়েই তাকে সক্রিয় দেখা যায়। সাবলীল চলাফেরা দেখে তাকে অনুষ্ঠান সংশ্লিষ্ট কেউ বলেই মনে হয়।

এক পর্যায়ে রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলেনার নিজের আসনের পাশে তাঁর হাতব্যাগটি রেখে, মোমবাতি জ্বালাতে মঞ্চের সামনের দিকে যান। সবার নজর যখন উদ্বোধনের আনুষ্ঠানিকতার দিকে, ঠিক তখনই সেই তরুণকে দেখা যায় রাষ্ট্রদূতের ব্যাগটি নিয়ে দ্রুত সরে যেতে।  দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোরকে ধরার চেষ্টা চালাচ্ছে। অনুষ্ঠানের আয়োজক কাউন্টার ফোরের কর্ণধার সাইফুল হক জানান, কেবল চুরির উদ্দেশ্যে এটি করা হয়েছে, না অন্য কোনও কারণ আছে, তা নিয়েও প্রশ্ন জাগছে।