প্রায় ২৩ হাজার কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

প্রায় ২৩ হাজার কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

২২ হাজার ৮৭৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এসব প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে প্রকল্প সাহায্য পাওয়া যাবে ১৩ হাজার ৬২৩ কোটি টাকা। সরকারের আট হাজার ৬৬৮ কোটি আট লক্ষ আর সংস্থার নিজস্ব তহবিল ৫৮৫ কোটি দুই লক্ষ টাকা। বিভিন্ন প্রকল্প সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন পরিকল্পনামন্ত্রী।